এবছর জুলাই মাসে পৃথিবী জুড়েই ব্যাপক গরম পড়েছে। তার প্রভাব দেখা যাচ্ছে উত্তর মেরুর আর্কটিক সমুদ্রে। সেখানে বরফ গলছে অন্যবারের চেয়ে দ্রুত হারে। উত্তর মেরুতে কী হারে বরফ গলছে তা দেখে বোঝা যায়, বিশ্বে উষ্ণায়ন সম্পর্কে আন্দাজ করা যায়। মেরু অঞ্চলের আশপাশের দেশগুলি বরফ গলার ওপরে নজর রাখে। কলোরাডোর ন্যাশনাল শো অ্যান্ড আইস ডেটা সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, এর আগে ২০১২ সালের জুলাই মাসে এই পরিমাণে বরফ গলেছিল।
জুলাইয়ের তাপপ্রবাহে আলাস্কা, কানাডা ও গ্রিনল্যান্ডে তাপমাত্রা বেড়েছে রেকর্ড পরিমাণে। ফলে বরফ গলেছে আগের চেয়ে অনেক বেশি। গত তিন দশক ধরেই মেরু অঞ্চলে বরফ গলছে দ্রুত। প্রতিদিন অদৃশ্য হয়ে যাচ্ছে ২০ হাজার কিলোমিটার অঞ্চলের বরফ।
উত্তর গোলার্ধে বসন্তকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর্কটিক অঞ্চলে বরফ গলতে শুরু করে। সেপ্টেম্বরের শেষে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে নতুন করে বরফ জমাট বাঁধে। ব্রিটেনের আবহাওয়া অফিস জানিয়েছে, এবছরের সেপ্টেম্বরে তাপমাত্রা নামতে পারে গত বছরের চেয়ে বেশি।
এবছরের গ্রীষ্মে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, আর্কটিক অঞ্চলে বরফ গলছে অন্যান্য বছরের চেয়ে দ্রুত গতিতে। বিশ্ব জুড়ে উষ্ণায়নের প্রভাবেই এইভাবে বরফ গলছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, এবছর সারা বিশ্বেই জুন মাসটি ছিল উষ্ণতম।
উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, আর্কটিক অঞ্চলে এবছর অনেক জায়গায় দাবানল দেখা গিয়েছে। গত কয়েক সপ্তাহে ১০০ টি জায়গায় বনভূমিতে আগুন লেগেছে।