পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবথেকে আলোচ্য কেন্দ্র ছিল নন্দীগ্রামে। এর কারণ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে ছিলেন খোদ মমতা ব্যানার্জী। অন্যদিকে বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনের ফলাফলের দিনও বেশ চর্চায় থাকতে দেখা গেল এই হাইভোল্টেজ কেন্দ্রকে।
আসলে সকালে ভোট গণনা শুরু হলে প্রথম থেকেই এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে দুপর থেকে খেলা পাল্টাতে শুরু হয়। শুরু হয় একে অপরকে ছাপিয়ে যাওয়ার খেলা। একবার মাত্র ৬ টি ভোটে পিছিয়ে পড়েন মমতা ব্যানার্জী।
এরপর ৮২০ ভোটে এগিয়ে যান মমতা ব্যানার্জী। কিছু সময় পর বলা হয় ১২০০ ভোটে শুভেন্দুকে হারিয়ে জয়ী হয়েছেন মমতা। তবে সন্ধ্যের হতেই নতুন যে খবর সামনে আসে তা অবাক করে রাজনৈতিক মহলকে।
সূত্রের তরফে জানা যায় মমতা ব্যানার্জীকে হারিয়ে ১৬২২ ভোটে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। এই খবর সামনে আসতেই মমতা ব্যানার্জী এর প্রতিক্রিয়া দিয়েছেন। মমতা ব্যানার্জী বলেছেন যে তার পার্টি নন্দীগ্রামে পূর্ণগণনার দাবি জানাবে।