পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোড শো শুরু করলেন নাড্ডা। ‘আর নয় অন্যায়’ বোর্ড লাগানো গাড়ি নিয়ে রোড শো বিজেপির সর্বভারতীয় সভাপতির। কয়েক লক্ষ মানুষের ভিড়। গাড়ি থেকেই বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ফুল ছুঁড়ে দিচ্ছেন নাড্ডা। গাড়িতে একেবারে সামনের সারিতে রয়েছেন নাড্ডা। পাশেই রয়েছেন দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।
ভিড় সামলাতে একেবারে হিমসিম অবস্থা পুলিশের। নাড্ডার গাড়ির সামনে যাতে কেউ না আসতে পারে সেজন্যে পুরো কনভয় ঘিরে রাখা হয়েছে। ডায়মন্ডহারবারের ঘটনার পুনঃরাবৃত্তি যাতে না ঘটে সেজন্যেই এই বাড়তি ব্যবস্থা পুলিশের তরফে।
জানা যাচ্ছে, কার্জন গেট পর্যন্ত যাবে নাড্ডার এই রোড শো। এখান থেকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি সোজা চলে যাবেন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে।
নাড্ডার জন্যে ইতিমধ্যে সবরকম প্রস্তুতি সেরে ফেলেছেন সর্বমঙ্গলা মন্দির কর্তৃপক্ষ। প্রাচীন প্রথা মেনে মায়ের কাছে পুজো করা উত্তরীয় জে পি নাড্ডার গলায় পরিয়ে দেবেন মন্দিরের পুরোহিতরা। গর্ভগৃহে ঢুকে মাতৃমূর্তির সামনে থেকে তিনি যাতে পুজো দিতে পারেন তার সবরকম ব্যবস্থা রাখা হয়েছে।
মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো অঞ্জলি দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পুজোর পর তাঁকে ফল মিষ্টির প্রসাদ গ্রহণের আহ্বান জানানো হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফর উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে।
তবে নাড্ডার রোড শো-য়ে এত মানুষের ভিড় হয়েছে যে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নেমে পড়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। নাড্ডার রথের গতিও শ্লথ হয়ে গিয়েছে। যার ফলে নির্ধারিত সময়ের অনেক পড়েই মন্দিরে হয়তো পৌঁছতে পারেন নাড্ডা। এমনকি তা হলে নাড্ডার বাংলা সফরে কিছু রদবদল করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
তবে ওন্ডালে যাওয়ার আগে বর্ধমানের বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। কীভাবে বাংলা দখল সে বিষয়ে রূপরেখা তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে।