বলিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উদঘাটনে সিবিআই তদন্ত ১৬ দিনে পড়ল। শনিবার এইমসের চিকিৎসকদের নিয়ে প্রয়াত অভিনেতার বান্দ্রার আবাসনে গিয়ে ক্রাইমসিন অ্যাক্ট করে দেখানো হলো। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা মিতু সিং, রুমমেট সির্দ্ধাথ পিটানি, পরিচারক নীরজ এবং কেশব।এর আগে ডিআরডিও গেস্ট হাউসে সুশান্তের বোন মিতু সিং এবং পরিচারকদের ডেকে পাঠিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। এর পরেই তাদেরকে নিয়ে সুশান্তের আবাসনের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআইয়ের দল। ১৪ জুন আবাসনের ফ্ল্যাটে কি হয়েছিল তা খতিয়ে দেখতে ক্রাইমসিন অ্যাক্ট করা হয়। এরপরে প্রয়াত অভিনেতার আবাসনের আশেপাশে তদন্ত প্রক্রিয়ার চালায় সিবিআই আধিকারিকেরা।পরে ফের ডিআরডিও গেস্ট হাউসে গিয়ে সুশান্তের বোন মিতু সিং এবং বন্ধু সিদ্ধার্ত পিটানিকে ফের জিজ্ঞাসাবাদ করতে থাকে তদন্তকারী আধিকারিকেরা। তদন্ত এখনও পর্যন্ত জানা গিয়েছে মিতু সিং ১২ জুন পর্যন্ত সুশান্তের আবাসনে ছিল। সিবিআই তখন জানতে চায় ওই সময়ের মধ্যে অভিনেতার আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন কিনা। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া এখনো চলছে।
2020-09-05